ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

মালয়েশিয়ার শিক্ষার্থী সাদমান ফেনী থেকে উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৮:১৭

মালয়েশিয়ার শিক্ষার্থী সাদমান ফেনী থেকে উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাদমান সাকিফকে ফেনী থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সাদমানের মা মনোয়ারা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। ৩ বছর আগে মালয়েশিয়ার এপিইউতে ভর্তি হয়। এক বছর আগে ঢাকায় আসে।

মনোয়ারা হোসেন জানান, সাদমান বাইরে গেলেও ৩০ মিনিটের বেশি থাকেনি। আমার ছেলে বিদেশে থাকার কারণে বাংলাদেশে তার কোনো বন্ধু নেই। অল্প কিছুদিন হলো সে দেশে এসেছে। এখানে তার তেমন কোনো চেনাজানা নেই। ৩ ভাই-বোনের মধ্য সাদমান দ্বিতীয়।

এদিকে গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, সাদমান সাকিফ মালয়েশিয়ায় পড়াশোনা করত, ঢাকাতেও পড়ত; তার লেখাপড়াতে গ্যাপ ছিল। মূলত একাকী জীবনযাপনে সে অভ্যস্ত ছিল।

এর আগে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে সাদমানের জঙ্গিবাদে জড়ানোর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করা হয়, পাশাপাশি কাজ করেছে গোয়েন্দা সংস্থাও।

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি সকালে সাদমান কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ওই সময় তার হাতে ল্যাপটপ আর ব্যাগ ছিল।

এফজেড

  • সর্বশেষ
  • পঠিত