ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১৬:০২

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি
ছবি- প্রতিনিধি

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি ‍উপলক্ষে নগরীর টাউনহল চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদারের পরিচালনায় ও জেলা শাখার সভাপতি সাগর দাসের সভাপতিত্বে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশের দাবিতে ধারাবাহিকভাবে লড়াই করে আসছে। করোনার এই সঙ্কটেও শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ হয়নি ও মেস ভাড়া মওকুফে সরকারি বরাদ্দ আসেনি। অনলাইন ক্লাস করার জন্য শিক্ষার্থীদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে সারাদেশে আন্দোলনও করেছে।

বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের করোনাকালীন সকল বেতন ফি মওকুফ ‍এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত