ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কলাপাড়ায় ৪৫০ হতদরিদ্র পরিবার পাচ্ছে ঘর

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ২২:৪৭

কলাপাড়ায় ৪৫০ হতদরিদ্র পরিবার পাচ্ছে ঘর
ছবি: প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ৪৫০টি হতদরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর উপহার লাল টিনের সেমি পাকা ঘর পাচ্ছে।

গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহীদুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কলাপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫০ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। ভূমিহীনদের অগ্রাধিকার প্রদান করে খাস জমি বরাদ্দ দিয়ে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। দুই শতক জমির উপর নির্মিত ঘরটি আধুনিক ডিজাইন সম্পন্ন সেমিপাকা। প্রতিটি বাড়িতে থাকছে দুটো বেডরুম, একটি রান্না ঘর, একটি বাথরুম এবং প্রশস্ত বারান্দা। ঘরের উপর লাগানো হয়েছে উন্নতমানের রঙ্গীন টিন। প্রথম পর্যায়ে উপজেলায় মোট বরাদ্দের ৪৫০ টি ঘরের মধ্যে ২৩৫টি ঘর সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, এই কর্মসূচির অংশ হিসেবে ২৩ জানুয়ারি সারাদেশে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত