ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে ৭৮৭ ভূমিহীন পেল উপহারের ঘর

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ০২:৫৪

হবিগঞ্জে ৭৮৭ ভূমিহীন পেল উপহারের ঘর
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত সর্বমোট ৭৮৭টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আগামী শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী চুনারুঘাট উপজেলার সাথে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন। হবিগঞ্জ জেলায় ২৩ জানুয়ারি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৩২৫টি ঘর একযোগে হস্তান্তর করা হবে।

সদর উপজেলায় ১৩৫টির মধ্যে ৫০টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৫টির মধ্যে ২৫টি, লাখাইয়ে ৭৭টির মধ্যে ১৮টি, নবীগঞ্জে ১১০টির মধ্যে ২৫টি, বানিয়াচংয়ে ১০৫টির মধ্যে ৩৭টি, আজমিরীগঞ্জে ৮৮টির মধ্যে ২০টি, চুনারুঘাটে ৮০টির মধ্যে ৭৪টি, বাহুবলে ৫৭টির মধ্যে ৩০টি ও মাধবপুর উপজেলায় ৮০টির মধ্যে ৪৬টি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত