ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পানির গ্লাস নিয়ে হবিগঞ্জে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১৫

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ০৬:৫৩  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০২১, ০৬:৫৫

পানির গ্লাস নিয়ে হবিগঞ্জে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১৫
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে বর পক্ষের লোকজনের সাথে তর্ক-বিতর্কের জেরে দফায় দফায় দুইপক্ষের সংঘর্ষে বরসহ ১৫ জন আহত।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়েরপাড়া গ্রামে নববধূর বাড়িতে ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চতুরঙ্গ রায়ের পাড়ার সৌদি প্রবাসী হাফিজ উল্লার সর্ব কনিষ্ঠ কন্যাকে বিয়ের জন্য উপজেলার ১নং ইউপির মজলিশপুর বন্দের বাড়ি গ্রামের রফিক উল্লার পুত্র ওমান প্রবাসী শাহ আলম বরযাত্রী নিয়ে আসেন কনের বাড়িতে। বিয়ে বাড়িতে বর পক্ষের সাথে খাওয়ার পরিবেশন নিয়ে কন্যা পক্ষের সাজু মিয়া নামে একজনের সাথে বর পক্ষের সাথে আসা এক মহিলা পানির গ্লাস পরিস্কারের নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বরযাত্রীরা সাজুর সাথে অসচারণ আচরণ শুরু করে। এতে সাজুসহ কনের ক্ষিপ্ত হয়ে বরযাত্রীদের উপর চড়াও হলে বরসহ কনের ফুফাতো বোন জামাই আহত হয়।

পরে একইদিন বিকেলে বরের পক্ষ নিয়ে সাজু মোটরসাইকেল করে বাজারে যাওয়ার সময় সোহেল মিয়া ও তার আত্মীয়-স্বজনের লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এতে সাজু গুরুতর আহত হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলও নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় পর পুনরায় সাজু ও সোহেলের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মুরুব্বিদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। উভয় পক্ষের কয়েক দফা সংঘর্ষে বর শাহ আলম(২৮)সহ উভয় পক্ষের ১৫জন আহত হন।

আহত অন্যান্যরা হল: সাজু(২৮), আয়েশ(১৮) জমিলা বিবি(৭০), শেখ সাদী(৩৫), ইসলাম উদ্দিন(৫০), নাজমা বেগম(৩৮), সেফন বেগম(২২), রিতা(২০), হাবিব মিয়া(৪২), মাসুম(২০),সাহেদ উল্লা(৫৫),রাজা(২৮) ।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত