ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

একজনকে বাঁচাতে গিয়ে ২ জন নিহত

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৫:৪৬

একজনকে বাঁচাতে গিয়ে ২ জন নিহত

মাদারীপুরের শিবচরে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) ও বরিশালের উজিরপুর থানার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

শুক্রবার দুপুর ১টায় মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স শুক্রবার দুপুর ১টায় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই ২জন নিহত হন।

শিবচর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুলিশের জিম্মায় আছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত