ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

তুরাগ তীর কেটে ইটভাটায় মাটি পাচার

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৮:১৮  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০২১, ১৮:২০

তুরাগ তীর কেটে ইটভাটায় মাটি পাচার
ছবি- প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রেণীর অসৎ ঠিকাদার অবৈধভাবে তুরাগ নদীর তীর কেটে নির্বিঘ্নে লাখ লাখ টাকার মাটি ইটভাটাসহ বিভিন্ন মিল-কারখানায় পাঁচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নদীর তীর থেকে গভীর গর্ত করে মাটি কাটার কারণে নদী ভাঙনের হুমকি তো আছেই, সেইসঙ্গে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

সরজমিন তথ্য অনুসন্ধানে জানা জায়, উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় দুইটি বেকু গাড়ি দিয়ে অবৈধভাবে তুরাগ নদীর তীর থেকে গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। অসৎ ঠিকাদাররা নির্বিঘ্নে সেই মাটি ড্রামট্রাকে ভর্তি করে স্থানীয় ইটভাটা ও মিল-কারখানায় পাচার করছে।

অপরদিকে উপজেলার সৈয়দপুর এলাকায় তুরাগ নদীর তীর থেকে কোদাল দিয়ে মাটি কেটে নৌকায় ভর্তি করে স্থানীয় ইটভাটায় পাচার করছে অসৎ ব্যবসায়ীরা। গভীর গর্ত করে মাটি কাটার কারণে নদী ভাঙনের হুমকি রয়েছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

উপজেলার গাবতলী গ্রামের ব্যবসায়ী তুফায়েল আহম্মেদ দুলাল বলেন, অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। গভীর গর্ত করে নদীর তীর থেকে মাটি কাটার কারণে ভাঙনের হুমকি থাকে। ওই জমির সঙ্গে আশপাশের জমি ও স্থাপনা ভাঙনের হুমকিতে পড়ে।

তিনি পরিবেশ নষ্ট করে অবৈধ ও অপরিকল্পিতভাবে নদীর তীর থেকে মাটি কাটা বন্ধের দাবি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী বলেন, এ ব্যপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত