ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট

মাঝ পদ্মায় আটকা ৫ ফেরি, চলাচল বন্ধ

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৭  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২১, ১২:১৪

মাঝ পদ্মায় আটকা ৫ ফেরি, চলাচল বন্ধ
ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ।

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই ব্যাহত হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে কুয়াশার কারণে আবারও নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এছাড়া কুয়াশায় ৫টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ। তিনি বলেন, মধ্যরাত দেড়টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে এলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

নৌরুটের মোট ১৭টি ফেরির মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মায় ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত