প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৭:৫১
হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ পুলিশসহ আহত ৫
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাতাবলা বাজারে পুলিশের সাথে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজন কে আটক করেছে।
|আরো খবর
রোববার বেলা ৩টায় চুনারুঘাটের গাতাবলা বাজারে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশের উপর হামলা হয়েছে এমন তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ ও ওসি তদন্ত চম্পক দাম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরাশি ইউনিয়নের কাউন্সিল চলছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে কাউন্সিল বন্ধ রেখে অনুমতি নেয়ার অনুরোধ করেন। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মেনে নেন।
কিছুক্ষণের মধ্যেই দলের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জিকে গউছ বক্তব্য দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিএনপি নেতা সফিক চেয়ারম্যান ও কাউসারের নেতৃত্বে কিছু লোক পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চুনারুঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
বাংলাদেশ জার্নাল/এনকে