প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:১১
গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে।
|আরো খবর
সোমবার দুপুরে রায়পুর থানা প্রাঙ্গণে উপজেলার ৯২ জন গ্রাম পুলিশের মাঝে এই শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান পিপিএম (সেবা) এর নির্দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামপুলিশদের মাঝে উপহার স্বরূপ এসব জ্যাকেট তাদের হাতে তুলে দেন সহকারী পুলিশ সুপার স্পিনা রাণী প্রামাণিক।
অনুষ্ঠানে, থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে গ্রামপুলিশদের করণীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ওসি আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর থানার ওসি তদন্ত শিপন বড়ুয়া, গণমাধ্যম কর্মীগণ ও অন্যরা।
বাংলাদেশ জার্নাল/এনকে