ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিনা অনুমতিতে বিদেশ গমন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ০৪:১৪

বিনা অনুমতিতে বিদেশ গমন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অনুমতি ছাড়া বিদেশ গমনসহ নানা অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান পরিষদের আর্থিক কোনো লেনদেন করতে পারবেন না।

গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে দায়িত্ব পালনে অবহেলা, সরকারি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণসহ নানা অনিয়মের অভিযোগে সিরাজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে পাটলী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক বলেন এ সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি।

আরও পড়ুন- রোহিঙ্গাদের জন্মসনদ দেয়া সাবেক মেয়র কারাগারে

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত