ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

তৃতীয় দফায় ভাসানচর যাচ্ছে রোহিঙ্গাদের বিশাল দল

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:০১

তৃতীয় দফায় ভাসানচর যাচ্ছে রোহিঙ্গাদের বিশাল দল
ছবি- প্রতিনিধি

তৃতীয় দফায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের বিশাল একটি দল নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১৬টি গাড়িযোগে তারা রওয়ানা হয়।

বিকেলের মধ্যে আরও কিছু রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। তবে আজ ঠিক কতো সংখ্যক রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করছে, তা কোনো সূত্রে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সূত্র জানায়, রোহিঙ্গাদের আজ চট্টগ্রামে নৌ-বাহিনীর তত্বাবধানে রাখা হবে। কাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার কর্ণফুলি নদী হয়ে নৌযানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

রোহিঙ্গা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের ২০টি বাসযোগে বিভিন্ন আশ্রয় শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় বুধবার বিকাল থেকে। সেখানে রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা শিবিরে কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনায় ছিলেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যায় এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। গত ৪ ডিসেম্বর প্রথম যাত্রায় এক হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে গেছে। আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরো তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল।

উখিয়া-টেকনাফে অবস্থান করা রোহিঙ্গারা ভাসানচরের সুযোগ সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে স্বেচ্ছায় সেখানে যেতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করাচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত