ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:২৬

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরো ছয় মাস কারাগারে থাকতে হবে।

বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আবদুল হান্নান (৪৫) জেলার দাগনভূঁঞা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন হান্নান।

ওই আদালতের এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক মামলার নথির বরাতে জানান, ২০১৩ সালের ২০ অগাস্ট হান্নানকে ২২ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ সদর উপজেলার মহিপাল বাসস্ট্যান্ডের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফেনী থানার এসআই আমিনুল ইসলাম তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছর ২১ সেপ্টেম্বর ওই থানার এসআই শেখ আবুল ফারুক তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এপিপি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত হান্নানকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। গ্রেপ্তারের দিন তার সাজা শুরু হবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত