ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

ইটভাটা শ্রমিকদের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৪

ইটভাটা শ্রমিকদের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
ছবি- প্রতিনিধি

২০১৯ সালের ইটভাটা আইন বাতিল ও ইটভাটায় প্রশাসনের অভিযান বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজার হাজার ইটভাটা শ্রমিক জড়ো হন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের অভিযান ও বিপুল অঙ্কের জরিমানা করার ফলে ভাটাগুলো আজ বন্ধের পথে। সরকার ৭ দিনের মধ্যে দাবি না মানলে তারা ইট বিক্রি বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন।

বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মিরপুর উপজেলা ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি হাজ্বী এনামুল হক, সহ-সভাপতি হাজ্বী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন আলী, সদস্য শরিফুল ইসলাম মুকুল, সদর উপজেলা ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি জুয়েল আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত