ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

‘তিন বছরের মধ্যে পেঁয়াজের সঙ্কট দূর হবে’

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৭

‘তিন বছরের মধ্যে পেঁয়াজের সঙ্কট দূর হবে’

আগামী ৩ বছরের মধ্যে দেশে পেঁয়াজের সঙ্কট থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আসাদউল্লাহ।

শুক্রবার দুপুরে ভোলার সবুজ বাংলা কৃষি খামারে পেঁয়াজ চাষের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি উচ্চ ফলনশীল পেঁয়াজ উৎপাদনের অগ্রগতি ব্যাখ্যা করেন।

এদিকে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরিদর্শকালে উপস্থিত ছিলেন পরিচালক জাহিদুল আলম, পরিচালক একেএম মনিরুল ইসলাম ও ভোলার উপ-পরিচালক আবু মোঃ এনায়েতউল্লাহ।

পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকতার্দের সাথে শুদ্ধাচার বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় যোগ দেন তিনি।

কৃষি খামার পরিদর্শনে কৃষি অধিদপ্তরের মহাপরিচালক

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের পরিচালক এ.কে.এম মনিরুল ইসলাম, বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, ভোলার রাজাপুর ইউনিয়নে প্রায় ৪০ একর জমিতে সবুজ বাংলা কৃষি খামার গড়ে তোলেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। ২৮ একর জমিতে লালতীর জাতের পেঁয়াজ চাষ করেন তিনি। আগামী মাসে ওই খামার থেকে ৪শ' মেট্রিক টনের অধিক পেয়াজ উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করেন ওই খামারি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত