প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১০
ডেকো ও আগামী অ্যাকসেসরিজ’র ‘প্লাটিনাম লিড’ সনদ প্রাপ্তি
শীর্ষ দশ প্রতিষ্ঠান হিসেবে ৩৬০ টোটাল সলিউশন লিমিটেড (টিএসল)-এর তত্ত্বাবধানে ডেকো অ্যাকসেসরিজ লিমিটেড এবং আগামী অ্যাকসেসরিজ লিমিটেড ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশীপ ইন এনার্জি অ্যান্ড এনভাইরনমেন্টাল ডিজাইন (লিড) প্ল্যাটিনাম সনদপত্র অর্জন করেছেন। ‘লিড’হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন সিস্টেম।
|আরো খবর
ইউএসজিবিসি’র বিস্তারিত পর্যালোচনা অনুযায়ী, সমস্ত কাযক্রমের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রতিষ্ঠান গুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে এবং সনদপত্রের জন্য মোট ৮৭ লিড পয়েন্ট অর্জন করেছে।
৩৬০ টোটাল সলিউশন লিমিটেড (টিএসএল) এই প্রকল্পের মূল পরামর্শক হিসেবে কাজ করেছে। ৮৭ লিড পয়েন্ট অর্জনের মাধ্যমে ডেকো এবং আগামী অ্যাকসেসরিজ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের শীর্ষ দশটি কারখানার তালিকায় স্থান করে নিয়েছে।
‘লিড’ সনদপত্রটি ডেকো এবং আগামী অ্যাকসেসরিজের টেকসই এবং স্থায়ী উন্নয়নকে প্রদর্শন করে।
সনদপত্র দেওয়ার সময় ইউএসজিবিসি’র ফ্যাকাল্টি সদস্য এবং ৩৬০ টিএসএল-এর প্রধান পরামর্শক ও ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ বলেন, “লিড কেবল মাত্র একটি সনদপত্র নয়। এটি সবচেয়ে কার্যকর ব্যবসা পরিচালনা ব্যবস্থাও।
তিনি বলেন, মোট ব্যয় সাশ্রয় ছাড়াও, এই প্রকল্পটি এনার্জি এবং পানি ব্যবহারে কার্যকর পরিচালন ব্যয় সাশ্রয়ে কাজ করে।
বাংলাদেশ জার্নাল/এমএম/ টিও/