ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পিরোজপুরে অর্নিষ্টকালের জন্য বাস ধর্মঘট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১০

পিরোজপুরে অর্নিষ্টকালের জন্য বাস ধর্মঘট
ফাইল ছবি

পিরোজপুরে সাধারণ পরিবহনের বাস শ্রমিকদের মারধরের বিচার দাবিতে অনির্দষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার সকাল থেকে এ ধর্মঘট চলছে। এতে পিরোজপুরের সঙ্গে সংযোগ ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পিরোজপুর জেলা বাস ও মিনি বাস শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মো. হান্নান শেখ বলেন, শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে চরখালী ফেরি থেকে বিআরটিসি বাস নিয়ম লঙ্ঘন করে কয়েকজন যাত্রীকে তাদের বাসে ওঠায়। এর প্রতিবাদ করেন আমাদের বাসের সুপারভাইজার মো. রাজীব হোসেন। এর জেরে বিআরটিসি বাসের চালক প্রসেঞ্জিত, বিআরটিসির স্থানীয় কাউন্টারের লোক তারেকসহ কয়েকজন ওই সুপারভাইজারকে বেদম মারধর করেন। এ ঘটনার বিচার দাবিতে ও নিয়ম-নীতি অনুযায়ী বিআরটিসি বাস চালানোর দাবিতে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য এ বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত