ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরায় বিএনপির তাজকিন মেয়র নির্বাচিত

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪

সাতক্ষীরায় বিএনপির তাজকিন মেয়র নির্বাচিত
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতী

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভোটে পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারকেলগাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছন ১৩ হাজার ৫০ ভোট, হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ পেয়েছেন ১ হাজার ৬৭৯ ভোট ও জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট।

মোট ভোট পড়েছে ৫৫ হাজার ৯২৬টি। সে হিসেবে ৬২.৮৪%ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর রোববার সন্ধ্যায় ৩৭টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে মেয়র প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের নাসেরুল হক, ধানের শীষ প্রতীকের তাজকিন আহমেদ চিশতি, নারিকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু, হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ ও জগ প্রতীকের নুরুল হুদা।

রোববার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ শুরু হয়। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত