ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

কালাই ও আক্কেলপুর পৌরসভায় আ’লীগের জয়

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৩

কালাই ও আক্কেলপুর পৌরসভায় আ’লীগের জয়

চতুর্থ ধাপে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জয়পুরহাটের কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচন। রোববার সকাল ৮টা থেকে কালাই পৌর এলাকার ৯টি ও আক্কেলপুর পৌর এলাকার ৯টিসহ মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

কালাই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাবেয়া সুলতানা ৯ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল পেয়েছেন ৮০০ ভোট।

এছাড়া আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুল আলম চৌধুরী ৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা পেয়েছেন ৪ হাজার ৫৮১ ভোট।

কালাই পৌরসভায় মোট ১৩ হাজার ২২৬ জন ভোটার ব্যালট পেপারে এবং আক্কেলপুর পৌরসভায় ২০ হাজার ৩৯১ জন ভোটার এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত