ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৪

উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি
ছবি- প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব ও মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে জাফর আলম (৪০) নামে ব্যক্তি।

ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, একটি খালি খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়।

সোমবার ৮টার দিকে র‍্যাবের পাহারায় আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হচ্ছে।

গুরুতর আহত জাফর আলম বালুখালী এলাকার সৈয়দ মুস্তাফার ছেলে। র‍্যাব বলছে, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।

র‍্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, সোমবার দুপুরে উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় কিছু অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে বলে জানা যায়। পরে উপস্থিতি টের পেয়ে র‍্যাবের ওপর গুলি করলে সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার জন্য র‍্যাবও পালটা গুলি চালায়। এতে জাফর আলম নামে ওই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে র‍্যাব ওই মাদক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। বর্তমানে গুলিবিদ্ধ জাফরকে র‍্যাবের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত