প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৩
স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালো যুবক
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
|আরো খবর
বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম রংপুরের পীরগাছা থানার পশ্চিম পাটশিকড় এলাকার আবু বক্করের ছেলে।
কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডিবিএল কারখানায় চাকরি করতেন শফিকুল ইসলাম। বুধবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়া আতাউর রহমান (৩০) ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিলেন। এ সময় শফিকুল ইসলাম ওই ঝগড়া থামাতে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন।
পরে আতাউর রহমান উত্তেজিত হয়ে দরজা খোলার পরই শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন।
এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. মাহবুবে খোদা আরও জানান, এ ঘটনায় পুলিশ আতাউর রহমানকে আটক করেছে। আটক আতাউর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকায়। বিকেলে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/এসকে