ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তিন জেলায় সড়কে গেলো ৭ প্রাণ

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮  
আপডেট :
 ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৮

তিন জেলায় সড়কে গেলো ৭ প্রাণ
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

বুধবার দিবাগত রাতে খাগড়াছড়ির সদরে, ফরিদপুরের ভাঙ্গায় ও বৃহস্পতিবার সকালের দিকে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এসব দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা দিকে খাগড়াছড়ি সদরের বড় পাড়া সড়কের আমলাই হাদুক পাড়ায় চাঁদের গাড়ি উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

নিহতরা হলেন- হরেন্দ্র ত্রিপুরা (৫৫) ও গনেশ্বর ত্রিপুরা। তাদের বাড়ি আমলাই হাদুক পাড়া গ্রামে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, বুধবার রাতে খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে ফিরছিলেন কয়েকজন। পথে গাড়িটি আমলাই হাদুক পাড়া পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় দেব ত্রিপুরা (৩৮) রহেন ত্রিপুরা (৩২) ও চয়ন ত্রিপুরা (১৮) আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ট্রাকের ধাক্কায় মিনারুল ও মোস্তাফিজ নামে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত দুজনই বারঘরিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজ সদর পৌর এলাকার মিল্কী মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ও মোস্তাফিজ আরামবাগ মহল্লার সেলিমের ছেলে।

ওসি মোজাফফর হোসেন জানান, বেলা সাড়ে ১১টায় মিনারুল ও মোস্তাফিজ বাইসাইকেলে করে প্রবেশপত্র আনতে শিক্ষা প্রতিষ্ঠান বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে যান। পথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে পেছন থেকে আসা একটি ট্রাক তাদরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও পলাতক রয়েছে চালক। তবে চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফরিদপুর

বুধবার দিনগত ভোরে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

ভাঙ্গা উপজেলার বিশ্বরোড চৌরাস্তা এলাকায় বরিশালগামী কাভার্ডভ্যান ও উল্টো পথে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা লুৎফর কাজী (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী মারা যান। এসময় আহত হন চালক আলামিন।

নিহত লুৎফর কাজী গোয়ালডাঙ্গী গ্রামের ছোরহাব কাজীর ছেলে।

অপর দিকে ভাঙ্গার সীমান্তবর্তী মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় মালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকচালক শাহীন (৩৪) ও হেলপার সজিব (৩২) নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করেছে।

নিহত ট্রাকচালক শাহীনের বাড়ি ঝিনাইদহ জেলায় ও হেলপার সজিবের বাড়ি কুষ্টিয়ায়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওমর ফারুক জানান, লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(তথ্য পাঠিয়েছেন খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুর প্রতিনিধি)

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত