ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ডোবায় উল্টে পড়ল তিনতলা ভবন, উদ্ধার ৭

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৬  
আপডেট :
 ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪১

ডোবায় উল্টে পড়ল তিনতলা ভবন, উদ্ধার ৭
ভবনটি একদিকে কাত হয়ে ডোবায় উল্টো পড়েছে

ঢাকার কেরানীগঞ্জের একটি তিনতলা ভবন পাশের ডোবায় উল্টে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালের দিকে কেরানীগঞ্জের পূর্বাচল খেলার মাঠের পাশের ওই ভবনটি একদিকে কাত হয়ে পাশের ডোবায় উল্টো পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, উদ্ধার হওয়া ৭ জনের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না, আমাদের কর্মীরা তা দেখছেন।

তিনি জানান, ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, কী কারণে ভবনটি দেবে গেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচু জমির কারণে দেবে গিয়ে থাকতে পারে।

এদিকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাদী পারভীন তিন্নী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ওই ভবনের আশপাশের ৫টি অপরিকল্পিত বাড়ি সিলগালা করে দেন। একই সঙ্গে সিলগালা ভবনের গ্যাস পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেন।

আরও পড়ুন-

সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা

উল্টে পড়া ভবনের পাশের পাঁচ বাড়িকে পরিত্যক্ত ঘোষণা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত