প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮
বাসকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। গণমাধ্যমকে এ তথ্যের সত্যত নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
তিনি বলেন, কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ