ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, শনাক্ত ৪৭০

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, শনাক্ত ৪৭০
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শরাক্ত হয়েছে আরও ৪৭০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৭টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৮টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ২৬৮টি নমুনা। নতুন পরীক্ষায় ১১ জনসহ এখন পর্যন্ত মোট ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৭০ জন করোনায় আক্তান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন হয়েছে।

এছাড়া নতুন করে আরও ৭৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে মোট ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে করোনায় প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত