ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৪  
আপডেট :
 ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৪

সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে

ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে কঠোর হস্তে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শুক্রবার রাতে চট্টগ্রামের মধ্যম মোহরায় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে শ্রী শ্রী লক্ষ্ণী নারায়ণ ও শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহের ষোড়শপ্রহরব্যাপী মহোৎসবে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুক্তিযুদ্ধের চেতনায় সব সম্প্রদায়ের মানুষকে এক করেছেন। সম্প্রীতির এ বন্ধন কোনো শক্তিই বিভক্ত করতে পারবে না। ভবিষ্যতেও এভাবে একতাবদ্ধ থেকে যার যার ধর্মীয় বিশ্বাস ও চেতনাকে অক্ষুন্ন রেখে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে পারলে দেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অমিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ চট্টগ্রামের আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত