ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

মুশতাকের মৃত্যু: ঢাবিতে খাটিয়া মিছিল

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৮

মুশতাকের মৃত্যু: ঢাবিতে খাটিয়া মিছিল
ছবি- নিজস্ব

লেখক ও কলামিস্ট মুশতাকসহ দেশের সকল গুম-খুন-হত্যার প্রতিবাদে বাংলাদেশের জনগণের প্রতীকী খাটিয়া মিছিল করেছে 'বাংলাদেশের জনগণ' ব্যানারে একদল জনতা। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায়।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে খাটিয়া মিছিল শুরু হয়। পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সাকুড়া পয়েন্ট ঘুড়ে আবার রাজু ভাস্কর্যে এসে মিছিল শেষ করে তারা।

গত ২৫ ফেব্রুয়ারি কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন লেখক মুশতাক। তার মৃত্যুর পর থেকে এটিকে সরকার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে এর বিরোধিতা করে আসছেন বাম ধারার সংগঠনগুলো। সেইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি ওঠে।

ফরিদ আহমেদ বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছে। এখন কথা বলতে গেলে মনে হয় রাষ্ট্র যেন আমার সামনে ক্যামেরা বসিয়ে রেখেছে।

লেখক ও একটিভিস্ট আবু মোস্তাফিজ বলেন, আমরা প্রতিবাদী হতে পারছি না, কারণটা হলো তাদের সেই সাহস নেই। তাই আমরা ভয় ভেঙে আজ এই মিছিল বের করেছি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত