ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১০

মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি
সংগৃহীত ছবি

মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজের ব্যক্তিবর্গ। শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আজ আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা মেধাহীন প্রজন্ম হিসেবে গড়ে উঠছে। আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে ও জোরালো দাবি জানাতে হবে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শুধু আমরা নই, আমাদের অভিভাবকরাও দিন দিন দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শুধু শিক্ষার মানই নয়, একইসঙ্গে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও ব্যাঘাত ঘটছে। তাই ঈদের আগে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশীদ, রাজশাহী মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব, সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর, যুব অধিকার পরিষদের সদস্য মহিবুল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত