ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ বাস বন্ধে দুর্ভোগ চরমে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২১, ১১:৫০

হঠাৎ বাস বন্ধে দুর্ভোগ চরমে
হঠাৎ বাস বন্ধে দুর্ভোগে যাত্রীরা। ছবি সংগৃহীত

বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কায়’ রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় গন্তব্যে যেতে পারছেন না মানুষ।

মঙ্গলবার বেলা দুইটার দিকে চার দেয়ালের মাঝে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল সোমবার থেকে কোনো গাড়ি রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে না, বাইরে থেকেও রাজশাহীতে কেউ ঢুকতে পারছে না।

আজ সকালে সরজমিনে দেখা গেছে, নগরীর প্রতিটি কাউন্টার সাঁটার ফেলানো। বাস বন্ধ জানার পরেও কিছু গাড়ি চলতে পারে এই ভেবে অনেকেই কাউন্টারে যাচ্ছেন। কিন্তু বাস না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অনেকে আবার বাসের বিকল্প হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এজন্য তাদের গুণতে হচ্ছে দ্বিগুন ভাড়া।

রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনালে কথা হয় ঢাকায় কর্মরত বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করা একজনের সঙ্গে। মিটিংয়ের জন্য তিনি গত রোববার রাজশাহীতে আসেন।

তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, মিটিংয়ের জন্য রোববার রাজশাহীতে এসেছিলাম। গতকাল সোমবার রাতেই ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল। গতকাল টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে গিয়েছিলাম। আজও এসে দেখি বাস বন্ধ। উপায় না পেয়ে ফিরে যাচ্ছি। সন্ধ্যার দিকে যদি বাস ছেড়ে দেয় তাহলে চলে যাবো।

তার মতো অনেকেই বাসের জন্য কাউন্টারে এসে ফিরে যান। অনেকে বিকল্প যানে ভেঙে ভেঙে বেশি ভাড়ায় যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

বাস বন্ধের বিষয়ে রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা দাবি করেছেন, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

তবে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দাবি করেছেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। মারধরকারীদের গ্রেপ্তারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা কোনো টিকিট বিক্রির অনুমতি পাইনি। মালিক সমিতি অনুমতি না দিলে টিকিট বিক্রি করবো না।

বাস বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের বিষয়ে পুলিশের কিছু করার আছে কি না, জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, তারা চেষ্টা করছেন কিছু করা যায় কি না।

এদিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, সোনাদীঘি বা গণকপাড়া এলাকায় বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চাইলেও তারা এসব এলাকায় সমাবেশের অনুমতি পায়নি। এর পরিবর্তে রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপিকে সমাবেশ করার কথা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

আরো পড়ুন

বিএনপির সমাবেশ, রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ

হঠাৎ রাজশাহীতে বাস বন্ধ

তিনদিন বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত