ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

পাপুলের আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ১৭:৫৫  
আপডেট :
 ০৩ মার্চ ২০২১, ১৭:৫৯

পাপুলের আসনে নির্বাচন ১১ এপ্রিল
ফাইল ছবি

ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এছাড়া একইদিনে ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষ ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার এ কথা জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুর-২ উপ-নির্বাচন, প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও ১১টি পৌরসভায় আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ এপ্রিলের ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, যাচাই-বাছাই ১৯ মার্চ আর প্রত্যাহার ২৪ মার্চ।

ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে ভোট হবে- কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

এর আগে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে।

প্রসঙ্গত, মাবনপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে ২০২০ সালের ৭ জুন পাপলুকে আটক করে কুয়েত সরকার। তারপর বিচারকাজ শেষে দেশটির আদালত ২৮ জানুয়ারি তাকে ৪ বছরের সাজা দেয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি ছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত