প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৩:৪০
জামালপুরের সেই ডিসি কখনো পদোন্নতি পাবেন না
জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আহমেদ কবীর কখনো আর পদোন্নতি পাবেন না।
|আরো খবর
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক থাকাকালে নারী কেলেঙ্কারির ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেয়া হয়েছে। নিম্ন পদে নামিয়ে দেয়া হয়েছে তাকে। এছাড়া কখনো পদোন্নতিও হবে না তার। তিনি বর্তমানে উপসচিব, উপসচিবই থাকতে হবে তাকে।
এর আগে ২০১৯ সালের আগস্টে একের পর এক নারী কেলেঙ্কারির অভিযোগ শোনা যাচ্ছিল জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের বিরুদ্ধে। পরে ৪ মিনিট ৫৮ সেকেন্ডের অনৈতিক কর্মের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। যা ওই সময় ‘টক অব দ্যা টাউন’ এ পরিণত হয়। আলোচনা সমালোচনা চলে দেশব্যাপী।
পরে ভিডিও ভাইরালের ঘটনায় আহমেদ কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার আহমেদ কবীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। পদোন্নতি হবে না, উপসচিবই থাকবেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এসকে