ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

একমাস পর হিলি দিয়ে আসছে পেঁয়াজ

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৮:১৬  
আপডেট :
 ০৪ মার্চ ২০২১, ১৮:৩৬

একমাস পর হিলি দিয়ে আসছে পেঁয়াজ
ছবি- নিজস্ব

দীর্ঘ একমাস পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চলতি বছরের জানুয়ারি মাসে পেঁয়াজ আমদানি শুর হয়। দেশে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে বড় ধরণের লোকসান গুণতে হয় আমাদের। পরে ২৭ তারিখ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় সব ব্যবসায়ীরা।

তিনি বলেন, বর্তমানে দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর আবারো পেঁয়াজ আমদানি করেছি।

পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে

তিনি আরও জানান, আমদানিকৃত এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজের দাম ভালো পেলে আমদানি স্বাভাবিক থাকবে। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।

হিলি কাষ্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত