ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘শ্বেতবলাকা’ ঢাকায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২১, ১৯:০৮  
আপডেট :
 ০৫ মার্চ ২০২১, ১৯:৫৪

‘শ্বেতবলাকা’ ঢাকায়
সংগৃহীত ছবি

ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’। ড্যাশ-৮-৪০০ মডেলের এ উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এ প্লেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বিমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি চুক্তির ভিত্তিতে কেনা ৩টি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয়টি গত ২৪ ফেব্রুয়ারি বিমানবহরে যুক্ত হয়। বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজ ২১টি।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত