ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীর মন্দিরের পুরোহিতের ওপর দুর্বৃত্তের হামলা

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ১৫:১২

রাজবাড়ীর মন্দিরের পুরোহিতের ওপর দুর্বৃত্তের হামলা
রাজবাড়ীর মন্দিরের পুরোহিতের ওপর দুর্বৃত্তের হামলা

নাটোরের মহারানী ভবানী রাজবাড়ীর শ্যামসুন্দর মন্দিরের রাজপুরোহিত অসিত বাগচির ওপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। আহত পুরোহিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুরোহিতের স্ত্রী ক্ষমা রানী বাগচি জানায়, সোমবার সকালে হেলমেট ও মাস্ক পরিহিত কয়েক জন দুর্বৃত্ত অতর্কিতভাবে আমার স্বামী অসিত বাগচির ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে ধারাল অস্ত্রে ও লাঠিসোটা ছিলো। পূজো শেষে মন্দিরের বাহিরে বের হলে আটচালার ভিতর তার ওপর এই আক্রমণ চালানো হয়।

ক্ষমা রানী বাগচি আরো জানান, গত কয়েক দিন আগে মানিক নামে কমিটির এক সদস্য তাদের মন্দির থেকে স্বেচ্ছায় বের না হলে পিটিয়ে বের করে দেবার হুমকি দেয়। মন্দির কমিটির বিরোধেও এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

কমিটির সদস্য মানিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আহত পুরোহিত অসিত বাগচি জানান, সকালের পূজো শেষে মন্দির থেকে বের হয়ে আটচালায় আসতেই কয়েক জন লোক লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা চালায় এবং আমাকে পিটিয়ে আহত করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত