ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২১, ১৯:৫৭

বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন
প্রতীকী ছবি

বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল সরবরাহ করার অপরাধে মাদক কারবারি জাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহানারা সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ১৬ অক্টোবর র‍্যাব-৮ এর ডিএডি আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জাহানারাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে জাহানারা বিভিন্ন জেলায় মাদক বিক্রির কথা স্বীকার করেন।

এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। একই বছর ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনোয়ারা খাতুন একমাত্র জাহানারাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই দণ্ড দিয়ে জাহানারার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত