ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ভাঙ্গা থানায় হামলা, আহত ৬ পুলিশ

  জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২১, ২২:০৫

ভাঙ্গা থানায় হামলা, আহত ৬ পুলিশ
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা চালিয়েছেন হেফাজতে ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২টার দিকে পৌরসভার আশপাশের বিভিন্ন মসজিদ থেকে ২৫০ থেকে ৩০০ জন এসে অতর্কিত হামলা চালান।

আহত পুলিশ সদস্যরা হলেন- ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. শহীদুল্লাহ (৪৭), উপপরিদর্শক আবুল কালাম আজাদ (৩৫), সহকারি উপপরিদর্শক আজিজুল রহমান (৩৩), কনস্টেবল জয়নাল আবেদিন (৩৫), শাহ জালাল (২৭) ও মতিউর রহমান (৪৩)।

তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, দুপুরের নামাজ শেষে পৌরসভার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। পরে পুলিশ ৪০/৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত