ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

হেফাজতের হরতাল: চট্টগ্রামে দেখা যায়নি প্রভাব

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ১৩:৩২  
আপডেট :
 ২৮ মার্চ ২০২১, ১৩:৫৮

হেফাজতের হরতাল: চট্টগ্রামে দেখা যায়নি প্রভাব
ছবি: প্রতিনিধি

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম নগরীতে তেমন প্রভাব দেখা যায়নি। প্রায় স্বাভাবিক রয়েছে গাড়ি চলাচল। এছাড়া নগরীর বিভিন্ন অফিস পাড়ায় কর্মযজ্ঞ অন্যান্য দিনের মতই স্বাভাবিক রয়েছে। তবে চট্টগ্রাম নগর থেকে রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়া পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

রোববার সকালে নগরীর কাজীর দেউড়ি, ওয়াসা মোড়, টাইগার পাস, নিউমার্কেটসহ বিভিন্ন স্পটে ঘুরে দেখা যায় রিকশা, অটোরিকশা, টেম্পু, হিউম্যান হলার, সিটিবাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল করছে। ব্যক্তিগত যানবাহন কম থাকায় রাস্তাঘাট কিছুটা ফাঁকা। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের প্রতিরোধে পাল্টা কর্মসূচি দিয়ে সকাল থেকেই মাঠে নামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠন।

বেশ কদিন ধরেই এমন অবস্থানে এ দুটি পক্ষ। এতে হরতালের জেরে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি।

চট্টগ্রাম নগরের প্রধান সড়ক কালুরঘাট বিমানবন্দর সড়কে যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে না জানিয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আমি দেওয়ানহাট মোড়ে অবস্থান করছি। সব কিছুই স্বাভাবিক আছে। এছাড়া নগরের কোথাও পিকেটিং বা অপ্রীতিকর কিছুর খবর পাইনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, গতকাল রাতে হরতালে সব ধরনের পরিবহন ঘোষণা দিয়েছি। কিন্তু ভয়ে অনেক ড্রাইভার (চালক) আসেনি। আবার অনেক ড্রাইভার চেয়েছে বন্ধ কাটাতে। তাই সড়কে গাড়ি একটু কম।

অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভয় কাটিয়ে সড়কে যান চলাচল বাড়তে দেখা যায় নগরের সড়কগুলোতে।

এদিকে হাটহাজারী মাদ্রাসার সামনে হেফাজত কর্মীদের অবস্থান, মাঝখানে পুলিশ ও অপরপ্রান্তে বাসস্ট্যান্ডে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

উপজেলা সদরে হাটহাজারী দারুল উলুম ময়নুল ইসলামের (বড় মাদ্রাসা) সামনের রাস্তায় হাজারের মতো হেফাজতকর্মী অবস্থান নিয়েছে বলেও জানা গেছে। অবরোধকারীদের বড় অংশই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, উপজেলার প্রায় সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক এখনো মাদ্রাসা শিক্ষার্থীদের দখলে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছোট ছোট যানবাহন চললেও বড় গাড়ি তেমন চলছে না। শাহ আমানত সেতু এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশে বড় যানবাহন তেমন ছাড়তে দেখা যায়নি। সকাল থেকে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডাকবাংলো মোড় এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই সড়কের যাত্রীরা।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) মিনহাজ মাহমুদ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক আছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। কার্যক্রম স্বাভাবিক রয়েছে ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। আমরা অতিরিক্ত পুলিশ রেখেছি। র‍্যাব আছে। বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

হরতালের বিষয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতালে সমর্থন দিয়েছে। মহাসড়কে কোথাও গাড়ি চলছে না। ধর্মপ্রাণ মানুষ নিজেরাই হরতাল সমর্থন করে মাঠে নেমে এসেছে। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে- হেফাজতের নিরীহ কর্মীদের গুলি করেছে যেসব পুলিশ অফিসার তাদের এবং হাটহাজারী থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সকল শহীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

আরও পড়ুন- হরতালের মাঠ আওয়ামী লীগের দখলে

রাজধানীতে হরতালের প্রভাব নেই

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত