ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নড়াইলে পৃথক মাদক মামলায় দুই নারীর দণ্ড

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২১, ১৪:৪৭

নড়াইলে পৃথক মাদক মামলায় দুই নারীর দণ্ড
প্রতীকী ছবি

নড়াইলে ফেনসিডিল মামলায় শেফালি বেগমকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুলাই সদর থানা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ শেফালিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শেফালি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জাবুসাপাড়ার তক্কেল ফকিরের মেয়ে।

অপরদিকে মাদকের আরেক মামলায় একই বিচারক কাওছার আক্তার জেরিনকে (২৪) পাঁচ বছরের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর দুই হাজার পিস ইয়াবাসহ নড়াইল সদর উপজেলা পাইকমারি গ্রাম থেকে জেরিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। জেরিন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার পূর্বদোজারী গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত