ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

কোয়ারেন্টিনে নারী উত্ত্যক্ত, গ্রেপ্তার ১

  জেলা প্রতিনিধি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৮:২০

কোয়ারেন্টিনে নারী উত্ত্যক্ত, গ্রেপ্তার ১
ফাইল ছবি।

সিলেটের একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক নারীকে (৩৬) উত্ত্যক্ত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দরগাগেট এলাকার নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী যুক্তরাজ্যপ্রবাসী ছিলেন। নিয়ম মেনে আবাসিক হোটেলটিতে কোয়ারেন্টিনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা হোটেল কর্মচারী নারীকে ফোন দিয়ে উত্ত্যক্ত করতে থাকেন। এরপর রাত প্রায় সাড়ে ১১টার দিকে ওই নারীর রুমে জোর করে প্রবেশ করেন। পরে খবর পেয়ে পুলিশ শাহিনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

এদিকে শুক্রবার বেলা চারটার দিকে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

তিনি বলেন, মামলায় হোটেল কর্মচারী যুবক শাহিন আহমদকে একমাত্র আসামি করা হয়েছে। তবে তাকে বৃহস্পতিবার রাতেই আটক করা হয়েছিল। এখন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই আবাসিক হোটেলের মালিক নাসিম আহমদ বলেন, হোটেলে যে ব্যবস্থাপনা আছে, তাতে এ রকম ঘটনার কোনো সুযোগ নেই। তবে তদন্তে উত্ত্যক্ত করার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিতে হোটেল কর্তৃপক্ষ সর্বাত্মক সহায়তা করবে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত