ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বরিশাল কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২১, ২০:৪৮

বরিশাল কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ
ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সরাসরি সাক্ষাৎ আবারও বন্ধ করা হয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশে রোববার থেকে কারাগারের সকল হাজতি ও কয়েদির সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয়া হয়। তবে বন্দিরা স্বজনদের সাথে টেলিফোনে সর্বোচ্চ ১০ মিনিট কথা বলতে পারবেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগার জেল সুপার মো. শাহআলম বলেন, করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় হাজতি ও কয়েদিদের সাথে তাদের স্বজনদের সরাসরি স্বাক্ষাৎ বন্ধ করে দেয়া হয়েছে। গত শনিবার কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশের কপি বরিশাল এসে পৌঁছেছে। রোববার থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা ​বন্ধ থাকবে। তবে করোনাকালীন সময়ে কারা বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। আগের ৮ মিনিট থেকে সময় বাড়িয়ে এখন থেকে বন্দিরা তাদের স্বজনদের সাথে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত