ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১১:৪৫

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক
সংগৃহীত ছবি।

করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষনায় দেশে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একটানা সাতদিন বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।

সোমবার সকাল ৯ টায় বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লকডাউনের মধ্যে স্বাভাবিক নিয়মে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম চলছে। এছাড়া ট্রাক চালাকরা আমদানি পণ্য নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। পাসপোর্ট যাত্রী যাতায়াত ও স্বাভাবিক রয়েছে জানান তিনি।

জানা গেছে, দুই দেশের মধ্যে শর্তসাপেক্ষ্যে করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সচল রয়েছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। তবে বেনাপোল বন্দর থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী সব ধরনের গণপরিবহন সেবা। এতে পাসপোর্ট যাত্রীদের দূর্ভোগ বেড়েছে।

এদিকে বন্দরের কার্যক্রমের পাশাপাশি বেনাপোল কাস্টমসের কার্যক্রমও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত