ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

কোচিং খোলা রাখায় ১ লাখ টাকা জরিমানা

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২১, ১৬:২৮

কোচিং খোলা রাখায় ১ লাখ টাকা জরিমানা
ছবি- প্রতিনিধি

সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় পাঠদান কর্মসূচি অব্যাহত রাখায় ‘পড়া লেখা কোচিং সেন্টার’র পরিচালক মহিন্দ্রনাথ রায়কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

শহরের বড়বন্দর আবাসিক এলাকার একটি বহুতল ভবনের ওই কোচিং সেন্টারে দশম শ্রেণির অর্ধশতাধিক ছাত্রী ক্লাস করছিলো। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সামনে কোচিংয়ের পরিচালক মহিন্দ্রনাথ রায়কে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সকলেই উপস্থিতেই জরিমানার অর্ধেক পরিশোধ করে কোচিং সেন্টারের পরিচালক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারা কোচিং খোলা রাখায় এই জরিমানা করা হয়েছে। তবে শহরের যে কোচিংগুলো গোপনে এখনো চলছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত