ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে একদিনে ৫ মৃত্যু, লাফিয়ে বাড়ছে শনাক্ত

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ১৭:৪৩  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২১, ১৭:৪৬

চট্টগ্রামে একদিনে ৫ মৃত্যু, লাফিয়ে বাড়ছে শনাক্ত
প্রতীকী ছবি

চট্টগ্রামে ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক শনাক্তের সাথে করোনা কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৩ জনের দেহে। এদের মধ্যে ৪২৯ জন নগরীর ও ৯৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৯১ জনে।

শনিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে ২ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫২৩ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৪৪ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সিভাসুতে ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত