ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

গুলিবিদ্ধ ভারতীয়কে নিয়ে গেলো বিএসএফ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ০৪:২৫

গুলিবিদ্ধ ভারতীয়কে নিয়ে গেলো বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে গুলিবিদ্ধ মিলনকে বিএসএফ সদস্যদের হাতে তুলে দিয়েছে বিজিবি। এর আগে শনিবার বাংলাদেশি ভেবে বিএসএফের হাতে গুলিবিদ্ধ হয় মিলন।

রোববার সন্ধ্যায় অনন্তপুর সীমান্তে ৯৪৬/৩ এস পিলারের কাছে বিজিবি-বিএসএফ পাতাক বৈঠক হয়। সেখানে মিলনকে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিজিবি।

এসময় বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, অনন্তপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার, নাগেশ্বরী থানার ওসি রওশন কবির এবং বিএসএফের ১৯২ ব্যাটালিয়নের এসি নিতিশ কুমার উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনন্তপুর সীমান্তে পিলার ৯৪৬/৫ এস-এর কাছে মিলনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ মিলনকে স্থানীয় বাংলাদেশিরা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিলন ভারতের কুচ বিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় তিনি সয়াবিন তেল কিনতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছিলেন বলে দাবি করেন। তার দাবি- তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদসরা তাকে গুলি করে। পরে জীবন বাঁচাতে মিলন বাংলাদেশে ঢুকে পড়ে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত