ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৪০

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা

গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা-২৭ এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাউজার ল্যান্ড লিমিটেড কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় মহাসড়কে প্রায় বিশ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতসসহ গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে একাধিকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাসে মহাসড়ক ছেড়ে চলে যান।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত