ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে একদিনে ২৭ জনের করোনা শনাক্ত

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১৯:৫৬

দিনাজপুরে একদিনে ২৭ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা ক্রমে বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৫৮ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত ১০৪ জন মৃত্যু বরণ করেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে সদরে ১৯ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ২ এবং বীরগঞ্জ, খানসামা ও পার্বতীপুর উপজেলার ১ জন করে রয়েছেন।

সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, গত ২৪ ঘন্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের; যা শনাক্তের হার ২০.৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৯৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন। এছাড়া হোম আইসেলশনে রাখা হয়েছে ২২৯ জনকে।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটসহ বর্তমানে জেলার অন্যান্যা হাসপাতালে মোট ২৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত