ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার আরো ১

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ২০:৫২  
আপডেট :
 ১৩ এপ্রিল ২০২১, ২০:৫৮

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার আরো ১
ছবি- প্রতিনিধি

নড়াইলে টাকা ছিনিয়ে নিয়ে মুজিবর রহমান নামে এক ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় করা মামলার অন্যতম আসামি নাইমুল ইসলাম ওরফে ডিজে নাইমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে পুলিশের অভিযানে খুলনার সোনাডাঙ্গা থেকে নাইমকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নাইমুল ইসলাম যশোর কোতয়ালি থানার রঘুরামপুর গ্রামের রবিউল ইসলাম রবির ছেলে।

পুলিশ জানায়, নাইমুল ইসলাম আন্তজেলা ছিনতাই চক্রের একজন দুর্ধর্ষ সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্যবসায়ী মুজিবরকে চাকু দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্য মতে পরে নড়াইল পৌর এলাকার ধোপাখোলা ঘটনাস্থল সংলগ্ন সড়কের পাশ থেকে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

গত ৬ এপ্রিল মুজিবর রহমানকে টাকা ছিনতাই করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার পর এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর ২ আসামি হলেন তরিকুল ও কাজেম ওরফে কাদের মোল্যা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত