ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

পুঁজিবাজারে লেনদেন চলবে আড়াই ঘণ্টা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ২১:০৮

পুঁজিবাজারে লেনদেন চলবে আড়াই ঘণ্টা

সর্বাত্মক লকডাউনে পুঁজিবাজার বন্ধ থাকবে বলে যে সিদ্ধান্ত হয়েছিলো তা প্রত্যাহার করায় প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।

এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

রেজাউল করিম জানান, আমরা আগেই বলেছিলাম, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে। যেহেতু ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, সুতরাং ডিএসই ও সিএসইতেও লেনদেন চলবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১৫ মিনিট ক্লোজিং সময় দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত