ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নববর্ষে ডুডল দিয়ে শুভেচ্ছা জানাল গুগল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১২:৫২  
আপডেট :
 ১৪ এপ্রিল ২০২১, ১৩:২৬

নববর্ষে ডুডল দিয়ে শুভেচ্ছা জানাল গুগল
সংগৃহীত ছবি।

আজ বুধবার পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বছর ১৪২৮। এ দিনে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

গুগলের হোমপেজে বাংলা বর্ষবরণের বিশেষ এই ডুডল প্রদর্শিত হচ্ছে। এবারের ডুডলে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়।

সাধারণত মঙ্গল শোভাযাত্রায় এ ধরনের মুখোশ ব্যবহার করা হয়ে থাকে। এ ডুডলের ওপর ক্লিক করলে সামনে নববর্ষ সম্পর্কিত গুগলের পেজ আসছে।

মহমারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বাংলা বর্ষবরণের কোনো আয়োজন করা হয়নি। তবে অনলাইনে, ভার্চুয়ালি নানা আয়োজনে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে নতুন বছর।

প্রসঙ্গত, কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুদিনে গুগল সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়। গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত