ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

কিশোরীকে উত্যক্তের অভিযোগ করায় বাড়ি-মন্দির ভাঙচুর

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৫:০০

কিশোরীকে উত্যক্তের অভিযোগ করায় বাড়ি-মন্দির ভাঙচুর
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে এক কিশোরী মেয়েকে উত্যক্ত করার অভিযোগে বকাঝকা করায় বখাটেদের হামলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতবাড়ি ভাঙচুর ও রাস মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়।

মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় বখাটেদের হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, কদমতলা গ্রামের বখাটে তরুণ পল্লব মণ্ডল ফুলতলা গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়েকে প্রায়ই উত্যক্ত করতো। এর এক পর্যায়ে সোমবার বিকেলে ফুলতলা গ্রামের কয়েকজন তরুণ বিপ্লবকে সতর্ক করে। এর প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে ১০/১২টি মোটরসাইকেল ও পিক-আপে ৩০/৪০ জন সন্ত্রাসী ফুলতলা গ্রামের বাউলিয়া পরিবারের ৫টি বাড়িতে হামলা চালায়।

পরবর্তীতে ওই কিশোরীকে অপহরণ করার চেষ্টা করে সন্ত্রাসীরা। এতে বাঁধা দিলে যতিন বাউলিয়া, গোবিন্দ বাউলিয়াসহ কমপক্ষে ৮ জন আহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত